Print Date & Time : 28 August 2025 Thursday 1:22 am

দক্ষিণ কোরিয়ায় হ্যালোইনে পদদলিত হয়ে নিহত ১৫১

শেয়ার বিজ ডেস্ক : দক্ষিণ কোরিয়ায় হ্যালোইন উৎসবের একটি অনুষ্ঠানে পদপিষ্ট ও হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে প্রায় ১৫১ জনের, যার মধ্যে ৯৭ জন নারী রয়েছেন। এছাড়াও আহত হয়েছেন শতাধিক। খবর বিবিসির

গতকাল শনিবার রাজধানী সিউলের ইতায়ুনের একটি সরু গলিতে এ মর্মান্তিক ঘটনা ঘটে। বলা হচ্ছে, সরু গলিতে অত্যধিক মানুষ জড়ো হয়ে যান। তখন সেখানে অনেকে চাপা পড়ে নিহত হন।

প্রথমে মৃতের সংখ্যা ৫৯ জন বলা হলেও পরবর্তীতে জানানো হয় ১০০ জনেরও বেশি মানুষ এ ঘটনায় প্রাণ হারিয়েছে। আহত হয়েছে আরও ১২০ জন। এরপর পরবর্তী আপডেটে জানানো হয় মৃতের সংখ্যা বেড়ে ১৫১ জনে দাঁড়িয়েছে।

কী কারণে এ পদদলনের ঘটনা ঘটেছে তা জানা যায়নি। তবে ঘটনাস্থলে একজনের ওপর আরেকজনকে মৃত অবস্থায় দেখা যায়। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট এ ঘটনার পর জরুরি সভা ডেকেছেন।