Print Date & Time : 7 July 2025 Monday 9:06 pm

দক্ষিণ চীন সাগরে বিধ্বস্ত মার্কিন এফ-৩৫

শেয়ার বিজ ডেস্ক: দক্ষিণ চীন সাগরে টান টান উত্তেজনার মধ্যে আমেরিকার একটি এফ-৩৫ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে সাত মার্কিন সেনা আহত হয়েছেন। খবর: সিনহুয়া।

যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জানিয়েছে, রুটিন মহড়ার সময় সেখানে ওই যুদ্ধবিমানটি ভেঙে পড়েছে। ঠিক কী কারণে এ দুর্ঘটনা ঘটেছে, তা নিয়ে তদন্ত শুরু করেছে নৌবাহিনী।

গত সোমবার এফ-৩৫ যুদ্ধবিমানটি অবতরণের সময় বিধ্বস্ত হয়। এ সময় পাইলট দ্রুত প্যারাস্যুট নিয়ে ঝাঁপিয়ে পড়েন। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। যুদ্ধবিমানটি দক্ষিণ চীনে অবস্থানরত মার্কিন বিমানবাহী যুদ্ধজাহাজ ইউএসএস কার্ল ভিনসনের ওপর বিধ্বস্ত হয়। এতে আরও ছয় মার্কিন নৌ-সেনা আহত হন।

সংকটাপন্ন অবস্থায় তিন সেনাকে ফিলিপাইনের রাজধানী ম্যানিলার একটি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, দক্ষিণ চীন সাগরে রুটিন মহড়ায় গিয়ে সমস্যায় পড়ে যুদ্ধবিমানটি। এ বিষয়ে তদন্ত করা হচ্ছে বলেও বিবৃতিতে বলা হয়।

দক্ষিণ চীন সাগরে নিজেদের কর্তৃত্ব ধরে রাখতে সব ধরনের চেষ্টা করছে বেইজিং। এক্ষেত্রে তাদের প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র-দেশটি নানাভাবে বাধা দিচ্ছে চীনকে।