Print Date & Time : 27 August 2025 Wednesday 10:29 am

দরপতনের শীর্ষে ম্যারিকো বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক:দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে দর হারানোর তালিকার শীর্ষে অবস্থান করছে ম্যারিকো বাংলাদেশ লিমিটেড। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির শেয়ারদর কমেছে ১৩ দশমিক ২৭ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির গড়ে প্রতিদিন চার কোটি ৮৫ লাখ ৩৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে কোম্পানিটির ১৯ কোটি ৪১ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিটির প্রতিটি শেয়ারদর সপ্তাহ শেষে দাঁড়ায় ৯২৩ দশমিক ২০ টাকা। লুজারের দ্বিতীয় স্থানে রয়েছে এইচআর টেক্সটাইল লিমিটেড। এ কোম্পানির প্রতিটি শেয়ারদর কমেছে ১২ দশমিক ৩২ শতাংশ। গড়ে প্রতিদিন কোম্পানিটির এক কোটি ৩৬ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে কোম্পানিটির পাঁচ কোটি ৪৭ লাখ ৬৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ভ্যানগার্ড এএমএল বিডি ফাইন্যান্স মিউচুয়াল ফান্ড ওয়ান। এ ফান্ডের ইউনিটদর ৮ দশমিক ৯১ শতাংশ কমেছে। গড়ে প্রতিদিন ছয় লাখ ১৮ হাজার টাকার ইউনিট লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে মোট ২৪ লাখ ৭২ হাজার টাকার ইউনিট লেনদেন হয়েছে। এছাড়া লুজারে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রংপুর ফাউন্ড্রির ৭ দশমিক ৮৩ শতাংশ, রহিমা ফুডে ৭ দশমিক ৭৪ শতাংশ, এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজে ৭ দশমিক শূন্য ৮ শতাংশ, গোল্ডেন হারভেস্ট এগ্রোতে ৬ দশমিক ৬৩ শতাংশ, আমরা টেকনোলজিতে ৬ দশমিক ৩৯ শতাংশ, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমসে ৬ দশমিক ৩৩ শতাংশ এবং মেঘনা পেট্রোলিয়ামে ৬ দশমিক ২২ শতাংশ দর কমেছে।