প্রতিনিধি, চুয়াডাঙ্গা: দর্শনা পৌরসভার শান্তিপাড়ার দুই মহিলাকে কুপিয়ে জখম করেছে কয়েকজন যুবক। ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায়। এই ঘটনায় পুলিশ রাতেই এক যুবককে আটক করেছে।
পুলিশ ও আহতরা জানান,গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬ টার সময় পৌরসভার শান্তিপাড়া মহলালার মরহুম তোতা মিয়ার স্ত্রী পান্না বেগম (৪০) ও মরহুম ওমর আলির স্ত্রী রওশন আরা (৫০) বাজার থেকে বাড়ী ফিরছিল। এ সময় শান্তিপাড়ার চৌরাস্তার মোড়ে পৌঁছুলে একই পাড়ার মরহুম আব্দুল খালেক মিয়ার ছেলে আশিকসহ (২৪) কয়েকজন তাদেরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে চলে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ক্লিনিকে নেয়।
এ বিষয়ে দর্শনা থানার অফিসার ইনচার্জ শহীদ তিতুমীর জানান, আহতদের স্থানীয় ক্লিনিকে ভর্তী করা হয়েছে এবং এদিন রাত ৮ টার দিকে অভিযুক্ত আশিককে আটক করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।