Print Date & Time : 7 September 2025 Sunday 10:13 pm

দর্শনায় সড়ক দুর্ঘটনায় নিরাপত্তা কর্মীর মৃত্যু

প্রতিনিধি, চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনায় সড়ক দুর্ঘটনায় আবু সিদ্দিক (৪৫) এক ব্যক্তি নিহত হয়েছেন।

শনিবার (৫ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুাতিক খুঁটির সাথে ধাক্কা লেগে সে নিহত হয়।

আবু সিদ্দিক উপজেলার দর্শনার শ্যামপুর গ্রামের মৃত দাউদ মন্ডলের ছেলে। তিনি দর্শনা কেরু এন্ড কোং এর নিরাপত্তা কর্মী ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রাতে সিদ্দিক শ্যামপুর থেকে মোটরসাইকেল যোগে কুড়ুলগাছির দিকে যাচ্ছিল। এসময় দর্শনা পুরাতন বাজারের কাছে তার মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পার্শ্ববর্তী একটি বৈদ্যুাতিক খুঁটির সাথে  ধাক্কা লাগে। এতে তিনি মারাত্মক আহত হন। পরে খবর পেয়ে দর্শনা থানা পুলিশ তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ আব্দুল কাদের তাকে  মৃত ঘোষনা করেন।

দর্শনা থানার অফিসার ইনচার্জ লুৎফুল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।