Print Date & Time : 29 August 2025 Friday 5:49 am

দর্শনা সীমান্ত দিয়ে দেশে ফিরলেন ভারতীয় আব্বাস মন্ডল

প্রতিনিধি, চুয়াডাঙ্গা : বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের দায়ে চুয়াডাঙ্গা কারাগারে কারাভোগ শেষে চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্ট সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকে ভারতে ফিরলেন ভারতীয় নাগরিক আব্বাস মন্ডল (৩৫)। তিনি ভারতের নদীয়া জেলার কৃষ্ণগঞ্জ থানার রাঙ্গীয়ারপোতা গ্রামের মান্দার মন্ডলের ছেলে।

আজ শনিবার চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা সীমান্ত চেকপোস্ট দিয়ে তাকে ভারতে ফেরত পাঠানো হয়েছে।

পুলিশ ও বিজিবি সূত্রে জানা গেছে,২০১৮সালের ৫ ফেব্রুয়ারী চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা ঠাকুরপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করলে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবির সদস্যরা তাকে আটক করে। পরে তাকে চুয়াডাঙ্গা কারাগারে পাঠানো হয়। ৪বছর ১৩দিন কারাভোগ শেষে উভয় দেশের আইনি প্রক্রিয়া শেষে আজ শনিবার বেলা ১১ টার দিকে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে দর্শনা সীমান্ত দিয়ে তাকে দেশে ফেরত পাঠানো হয়েছে। আব্বাস আলীর পরিবারের পক্ষে তাকে গ্রহন করে তার ভাতিজা আদম মন্ডল।

পতাকা বৈঠক উপস্থিত ছিলেন (বাংলাদেশ বর্ডার গার্ড) বিজিবির দর্শনা কোম্পানি কমান্ডার সুবেদার জহির উদ্দিন বাবু, দর্শনা ইমিগ্রেশন ইনচার্জ আবু নাইম,দর্শনা থানা পুলিশের এসআই ফজলুর রহমান,ভারতের পক্ষে , বিএসএফ এর গেদে ক্যাম্প কমান্ডার (ভারপ্রাপ্ত) অশোক কুমার , গেদে ইমিগ্রেশন ইনচার্জ গোলাপ চন্দ্র পাল, কাস্টমস ইনচার্জ সৈকত কুমার, নদীয়া জেলার কৃষ্ণগঞ্জ থানার ইনচার্জ বাপিন মূখার্জি।