নিজস্ব প্রতিবেদক:দেশের পুঁজিবাজারে সূচকের পতনের মধ্য দিয়ে গতকাল বুধবারের লেনদেন শেষ হয়েছে। তবে আগের দিনের তুলনায় টাকার অঙ্কে লেনদেন বেড়ে ৭০০ কোটি টাকা ছাড়িয়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত ছিল। গতকাল সপ্তাহের চতুর্থ কার্যদিবসে বিনিয়োগকারীদের আগ্রহ কম থাকায় ও কেনা থেকে বিক্রির চাপ বেশি থাকায় কোনো খাতের দর বাড়েনি। অন্যদিকে এদিন বিনিয়োগকারীরা বিমুখ ছিলেন বিমা খাতের শেয়ারে। এতে আলোচ্য খাতটিতে শেয়ারদর সবচেয়ে বেশি কমেছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, গতকাল কোনো খাতের দর বৃদ্ধি না পেলেও টেলিকমিউনিকেশন, ব্যাংক, প্রকৌশলী এবং আর্থিক খাতে শেয়ারদর বৃদ্ধির বা কমার কোনো পরিবর্তন হয়নি।
এদিকে গতকাল বিনিয়োগকারীদের বিক্রির চাপ থাকায় বিমা খাতের শেয়ারদর সবচেয়ে বেশি কমেছে। খাতটিতে শেয়ারদর কমেছে ৫ দশমিক ৩০ শতাংশ। পরের স্থানে থাকা সিমেন্ট খাতে শেয়ারদর কমেছে ১ দশমিক ৭০ শতাংশ। আইটি খাতে ১ দশমিক ৭০ শতাংশ শেয়ারদর কমে তৃতীয় স্থানে ছিল।
অন্যদিকে গতকাল লেনদেনের দিক থেকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বিমা খাতে। খাতটিতে ডিএসইর মোট লেনদেনের ২৬ দশমিক ৪০ শতাংশ লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা ওষুধ ও রসায়ন খাতে ডিএসইর মোট লেনদেনের ১৪ দশমিক ১০ শতাংশ লেনদেন হয়েছে। তৃতীয় স্থানে থাকা খাদ্য ও আনুষঙ্গিক খাতে ডিএসইর মোট লেনদেনের ১০ দশমিক ১০ শতাংশ লেনদেন হয়েছে। ৭ দশমিক ৩০ শতাংশ লেনদেন হওয়া আইটি খাত রয়েছে চতুর্থ স্থানে।
ডিএসইর তথ্য মতে, গতকাল সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে দিনের লেনদেন শুরু হয়। এরপর শুরু হয় শেয়ার বিক্রির চাপ। দিনশেষে বাজারটিতে ৩৩৪ প্রতিষ্ঠানের মোট ১১ কোটি ৭৮ লাখ ২ হাজার ৯৮৩ শেয়ার ও ইউনিট কেনাবেচা হয়েছে।
এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৭২৩ কোটি ৩৩ লাখ ৫ হাজার টাকা। আগের দিন লেনদেন হয়েছিল ৬৬৯ কোটি ১৪ লাখ ৫২ হাজার টাকা অর্থাৎ দিনের ব্যবধানে লেনদেন বেড়েছে। লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ৪৫টির, কমেছে ১১৭টির আর অপরিবর্তিত রয়েছে ১৭৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দাম।
ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২৪ দশমিক ১৫ পয়েন্ট কমে ৬ হাজার ২৭৪ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অপর দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ সূচক ৫ দশমিক ৬ পয়েন্ট কমে ১ হাজার ৩৬৪ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসই৩০ সূচক ৪ দশমিক ৪২ পয়েন্ট কমে ২ হাজার ১৮১ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক ৭২ পয়েন্ট কমে ১৮ হাজার ৫৪৮ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন সিএসইতে ১৮৮টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ২৬টির, কমেছে ৮৮টির ও অপরিবর্তিত রয়েছে ৭৪টির দাম।
দিনশেষে সিএসইতে ১২ কোটি ২১ লাখ ৭৯ হাজার ৪৯১ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৯ কোটি ৬৯ লাখ ৮৬ হাজার ৯৭ টাকার শেয়ার।