Print Date & Time : 3 September 2025 Wednesday 5:02 am

দর বৃদ্ধির কারণ জানে না দুই কোম্পানি

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং মিলস এবং সাভার রিফ্র্যাক্টরিজ লিমিটেডের অস্বাভাবিক শেয়ারদর বাড়ার পেছনে কোনো মূল্যসংবেদনশীল তথ্য নেই। কোম্পানির শেয়ারে অস্বাভাবিক দর বাড়ার কারণ জানতে চাইলে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এমনটাই জানিয়েছে কোম্পানি দুটি। আজ বুধবার (২৩ মার্চ) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, সম্প্রতি কোম্পানি দুটির শেয়ারদর অস্বাভাবিকভাবে বাড়ার কারণে ডিএসই ২২ মার্চ নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানির পক্ষ থেকে জানানো হয় যে, কোনো অপ্রকাশিত মূল্যসংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারদর বাড়ছে।

বাজার পর্যবেক্ষণে দেখা যায়, ডিএসইতে গত ৭ মার্চ ড্রাগন সোয়েটারের শেয়ারদর ছিল ১৭ টাকা ৬০ পয়সা। ২২ মার্চ কোম্পানিটির শেয়ারদর ২১ টাকা ৯০ পয়সায় উন্নীত হয়। অন্যদিকে সাভার রিফ্র্যাক্টরিজের শেয়ারদর ২৭ ফেব্রুয়ারি ১৭২ টাকা ১০ পয়সা ছিল। আর ২২ মার্চ সেটি ২৫৭ টাকা ২০ পয়সায় উন্নীত হয়। এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কর্তৃপক্ষ।