দর বৃদ্ধির শীর্ষে ডিবিএইচ

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত ডেল্টা ব্র্যাক হাউজিং ফাইন্যান্স কোম্পানি লিমিটেড (ডিবিএইচ) গেলো সপ্তাহে দর বৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে। উল্লেখিত সময়ে কোম্পাটির শেয়ারদর বেড়েছে ১২ দশমিক ৬৭ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গেলো সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে ১০ কোটি ৬৬ লাখ ৬১ হাজার টাকা। সপ্তাহ শেষে মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৪২ কোটি ৬৬ লাখ ৪৪ হাজার টাকা।

উল্লেখ্য, কোম্পানিটি ২০০৮ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। ৩০ জুন ২০১৬ পর্যন্ত সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের ৩০ শতাংশ নগদ ও পাঁচ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। ওই সময় কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ছয় টাকা ৭৭ পয়সা, যা আগের বছরের একই সময় ছিল ৩১ টাকা ১০ পয়সা। এটি আগের বছর একই সময় ছিল পাঁচ টাকা ৯০ পয়সা ও ২৭ টাকা ৩২ পয়সা। ২০১৫ সালে কোম্পানিটি ৩০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। ওই বছর কর-পরবর্তী মুনাফা করেছিল ৬৮ কোটি ৫২ লাখ ৫০ হাজার টাকা, যা আগের বছর ছিল ৫৯ কোটি ৭৩ লাখ ৪০ হাজার টাকা।

সর্বশেষ কার্যদিবসে কোম্পানিটির ১১ কোটি চার লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়। দিনজুড়ে ৯ লাখ ১৪ হাজার ৯০২টি শেয়ার মোট এক হাজার ৮০৪ বার হাতবদল হয়। শেয়ারদর আগের কার্যদিবসের চেয়ে চার দশমিক ৬৬ শতাংশ বা পাঁচ টাকা ৫০ পয়সা বেড়ে প্রতিটি সর্বশেষ ১২৩ টাকা ৫০ পয়সায় হাতবদল হয়, যার সমাপনী দর ছিল ১২২ টাকা ৭০ পয়সা। শেয়ারদর সর্বনি¤œ ১১৮ টাকা ১০ পয়সা থেকে সর্বোচ্চ ১২৪ টাকায় হাতবদল হয়। গত এক বছরে কোম্পানির শেয়ারদর ৯৮ টাকা ১০ পয়সা থেকে ১২৬ টাকা ৯০ পয়সায় ওঠানামা করে। তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ ১৬) ইপিএস হয়েছিল দুই টাকা ৭৫ পয়সা। এটি আগের বছর একই সময় ছিল দুই টাকা ৪০ পয়সা। ৩১ মার্চ ২০১৬ পর্যন্ত এনএভি দাঁড়িয়েছে ২৯ টাকা ৫৫ পয়সা, যা আগের বছরের একই সময় ছিল ২৫ টাকা ৯৫ পয়সা। কর-পরবর্তী মুনাফা করেছিল ৩১ কোটি ৮৬ লাখ ৩০ হাজার টাকা। দ্বিতীয় প্রান্তিকে কর-পরবর্তী মুনাফা করেছিল ১০ কোটি ৯০ লাখ ৭০ হাজার টাকা এবং ইপিএস ছিল ৯৪ পয়সা, যা প্রথম প্রান্তিকে মুনাফা করেছিল ১৭ কোটি ৮৮ লাখ ৫০ হাজার টাকা এবং ইপিএস ছিল এক টাকা ৫৪ পয়সা। ২০০ কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন ১২১ কোটি ৮৫ লাখ ১০ হাজার টাকা। কোম্পানির রিজার্ভের পরিমাণ ২৩৩ কোটি ৫২ লাখ টাকা। কোম্পানির ১২ কোটি ১৮ লাখ ৫১ হাজার ৮৪৩টি শেয়ার রয়েছে। ডিএসইর সর্বশেষ তথ্যমতে, কোম্পানির মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা ও পরিচালকদের কাছে রয়েছে ৫১ দশমিক ৩২ শতাংশ শেয়ার, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর কাছে সাত দশমিক শূন্য তিন শতাংশ, বিদেশি বিনিয়োগকারীর কাছে ৩৫ দশমিক ৩৭ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীর কাছে রয়েছে ছয় দশমিক ২৮ শতাংশ শেয়ার।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডের সাত দশমিক ৬৯ শতাংশ, ফাইন ফুডস লিমিটেডের সাত দশমিক ৬৩ শতাংশ, বাংলাদেশ স্টিল রি-রোলিং কোম্পানি লিমিটেডের সাত দশমিক ৬০ শতাংশ, রংপুর ফাউন্ড্রি লিমিটেডের সাত দশমিক ৩৫ শতাংশ, ব্র্যাক ব্যাংক লিমিটেডের সাত দশমিক ১৭ শতাংশ, সেলভো  কেমিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেডে ছয় দশমিক ৯৭ শতাংশ, হাক্কানী পাল্প অ্যান্ড পেপারের ছয় দশমিক ৫৩ শতাংশ, ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের ছয় দশমিক ৪২ শতাংশ এবং প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেডের ছয় দশমিক ৩৫ শতাংশ দর বেড়েছে।