Print Date & Time : 14 August 2025 Thursday 12:30 pm

দর হারানোর শীর্ষে ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট

 

নিজস্ব প্রতিবেদক: বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর হারানোর শীর্ষে উঠে এসেছে ব্যাংকবহির্ভূত আর্থিক খাতের কোম্পানি ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। গত সপ্তাহে কোম্পানিটি দর হারিয়েছে ১২ দশমিক ১৮ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আলোচ্য কোম্পানিটির ১৩ কোটি দুই লাখ ৮৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। গড়ে প্রতিদিন লেননেন হয়েছে তিন কোটি ২৫ লাখ ৭০ হাজার ৭৫০ টাকার। কোম্পানিটি ২০১৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। ২০১৫ সালে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এ সময় শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে এক টাকা ২৫ পয়সা এবং শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) ১২ টাকা ৯৬ পয়সা। ওই সময় কর-পরবর্তী মুনাফা করেছিল ২০ কোটি ৪৯ লাখ ৮০ হাজার টাকা। ২০১৪ সালে কোম্পানিটি ১০ শতাংশ নগদ ও আড়াই শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছিল। ওই সময় ইপিএস ছিল এক টাকা ৯৩ পয়সা এবং এনএভি ছিল ১৩ টাকা। ওই বছর কর-পরবর্তী মুনাফা করেছিল ৩০ কোটি ৮৪ লাখ ৫০ হাজার টাকা।

সর্বশেষ কার্র্যদিবসে শেয়ারদর এক দশমিক ৪৫ শতাংশ বা ২০ পয়সা কমে প্রতিটি সর্বশেষ ১৩ টাকা ৬০ পয়সায় হাতবদল হয়, যার সমাপনী দর ছিল ১৩ টাকা ৭০ পয়সা। দিনজুড়ে ১৫ লাখ ২৮ হাজার ৩১৮টি শেয়ার মোট ৭৩১ বার হাতবদল হয়, যার বাজারদর দুই কোটি ১১ লাখ ৪৭ হাজার টাকা।