Print Date & Time : 30 August 2025 Saturday 10:18 pm

দলীয় প্রধানের পদ ছাড়ছেন বরিস

শেয়ার বিজ ডেস্ক: দলীয় প্রধানের পদ থেকে পদত্যাগ করেছেন যুক্তরাজ্যের কনজারভেটিভ পার্টির নেতা ও দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন। খবর: বিবিসি।

দলীয় প্রধানের পদ ছাড়লেও আগামী শরৎকাল পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্বপালন করবেন বরিস। বরিস জনসনের দলীয় প্রধানের পদ থেকে পদত্যাগ করার খবরে তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া জানিয়েছেন কনজারভেটিভ সংসদ সদস্য টোবিয়াস এলউড। শুধু পার্টির সুনাম নয়, আন্তর্জাতিকভাবেও দেশের ভাবমূর্তি রক্ষায় বরিসের এ পদত্যাগের ঘটনায় অত্যন্ত খুশি তিনি। পার্টিতে এখন বড় ধরনের পুনর্গঠন করতে হবে বলে উল্লেখ করেন এলউড।

এর আগে, ৫০ সংসদ সদস্যসহ মন্ত্রিসভার একাধিক সদস্যের পদত্যাগের মুখে খোদ প্রধানমন্ত্রী বরিস জনসনকেই পদত্যাগের আহ্বান জানিয়েছিলেন গৃহায়ন ও সম্প্রদায় বিষয়ক মন্ত্রী মাইকেল গোভ। সে আহ্বান প্রত্যাখ্যান করেন বরিস। উল্টো এবার মাইকেল গোভকেই পদচ্যুত করেছেন তিনি। শুধু তা-ই নয়, ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় ১০ ডাউনিং স্ট্রিটের একটি সূত্র মাইকেল গোভকে রীতিমতো ‘সাপ’ হিসেবে অভিহিত করেছিল।

বাংলাদেশ সময় গত বুধবার (৬ জুলাই) দিবাগত রাত ২টার দিকে মাইকেল গোভকে পদচ্যুত করেন বরিস জনসন। অথচ ব্রেক্সিট ক্যাম্পইনের সময় বরিসের অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত কনজারভেটিভ পার্টির এই নেতা। গোভকে পদচ্যুত করায় ব্রিটেনের রাজনৈতিক অঙ্গন আরও বেশি উত্তপ্ত হয়ে ওঠে। তারই ধারবাহিকতায় দলীয় প্রধানের পদ থেকে সরে দাঁড়ানোর সিন্ধান্ত নিলেন বরিস জনসন। এর আগে, নানা কেলেঙ্কারিতে জর্জর ব্রিটিশ সরকারের বিরুদ্ধে সমালোচনার মধ্যে একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রী পদত্যাগে করেন। চলমান পরিস্থিতিতে দলীয় সংসদ সদস্যরা প্রধানমন্ত্রী বরিস জনসনের পদত্যাগ দাবি করেন। তাদের সঙ্গে সুর মিলিয়েছিলেন গোভ। তবে বরিস জনসন স্পষ্ট জানিয়ে দিয়েছেন, প্রধানমন্ত্রীর পদ ছাড়ছেন না।

বরিসের সরকার ও দল থেকে পদত্যাগকারী ব্যক্তিদের সংখ্যা বাড়ছে। এই সংখ্যা ইতোমধ্যে ৫০ ছাড়িয়েছে। স্থানীয় সময় গত মঙ্গলবার অর্থমন্ত্রীর পদ ছাড়েন ঋষি সুনাক। সেদিনই নতুন অর্থমন্ত্রী হিসেবে নাদিম জাহাবির নাম ঘোষণা করেন বরিস। এই নাদিমই এখন বরিসের পদত্যাগ চাইছেন। বরিসকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন তিনি। গতকাল বৃহস্পতিবার সকালে প্রথমে পদত্যাগ করেন নর্দার্ন আয়ারল্যান্ড-বিষয়ক মন্ত্রী ব্র্যান্ডন লুইস। পরে আরও সাত মন্ত্রী পদত্যাগ করেন।