Print Date & Time : 30 August 2025 Saturday 3:02 am

দল গঠনের জন্য মন্ত্রিত্ব ছেড়েছিলেন বঙ্গবন্ধু: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‌‘দল গঠনের জন্য মন্ত্রিত্ব ছেড়েছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আজকালের ছাত্রনেতারা এই ঘটনা থেকে শিক্ষা নিতে পারে। আজকে আমরা দেখি অনেকেই দল ছেড়ে দেয় মন্ত্রিত্ব করার জন্য’।

আজ বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনে ছাত্রলীগ আয়োজিত শোক দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘বিশেষ পরিস্থিতিতে বঙ্গবন্ধুর নেয়া অগ্রগামী সিদ্ধান্ত বাংলাদেশের স্বাধীনতার পথ সুগম করেছে।