দশমিনায় ঈদ সামগ্রী বিতরণ

 

প্রতিনিধি, দশমিনা (পটুয়াখালী) : পটুয়াখালীর দশমিনায় ধর্ম-বর্ণ নির্বিশেষে বিভিন্ন শ্রেণি-পেশার অসহায় ও দুস্থ মানুষের মধ্যে ঈদসামগ্রী হিসেবে খাদ্যদ্রব্য বিতরণ করেছেন মো. বাদল খলিফা নামে এক ইউপি সদস্য। তিনি উপজেলার আলীপুরা ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য ও একই ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান। রোববার সকালে উপজেলার আলীপুরা ইউনিয়নের খলিশাখালী গ্রামের নিজ বাড়ি খলিফা বাড়িতে উপস্থিত দুই শতাধিক মানুষের মধ্যে ব্যক্তিগত অর্থায়নে ওই ইউপি সদস্য ঈদসামগ্রী হিসেবে চিনি, সেমাইসহ বিভিন্ন খাবার বিতরণ করেন। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।