Print Date & Time : 5 July 2025 Saturday 6:15 am

দশমিনায় পুকুরে মিলল তরুণীর লাশ

প্রতিনিধি, দশমিনা (পটুয়াখালী): পটুয়াখালীর দশমিনায় হুমায়রা আক্তার (২৩) নামে এক তরুণীর লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের দক্ষিণ দাসপাড়া গ্রামের একটি পুকুর থেকে ওই তরুণীর লাশ উদ্ধার করে দশমিনা থানা পুলিশ। নিহত হুমায়রা উপজেলার বহরমপুর ইউনিয়নের আদমপুর গ্রামের হাবিবুর রহমানের কন্যা ও রনগোপালদী ইউনিয়নের আউলিয়াপুর গ্রামের সাইদুর রহমানের স্ত্রী। তবে দাবি করা হচ্ছে হুমায়রা আক্তার দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন।

পুলিশ জানায়, ঘটনার দিন সকালে হুমায়রা আক্তারকে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের দক্ষিণ দাসপাড়া গ্রামের একটি পুকুর ভাসতে দেখেন স্থানীয়রা।