দেশের অন্যতম জনপ্রিয় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদ অ্যাপের মাধ্যমে মোবাইলে গেম খেলে সপ্তাহের সর্বোচ্চ স্কোর তুলে মোটরবাইক জিতে নিয়েছেন চারজন বিজয়ী। সম্প্রতি রাজধানীর বনানীতে নগদ-এর প্রধান কার্যালয়ে বিজয়ীদের হাতে বাইক তুলে দেয়া হয়। বিজয়ীরা হলেন তাহমিনা আক্তার লিলি, মো. হজরত আলী, আখিফুল ও রিহাত হাসান তুহিন। নগদের চিফ কমার্শিয়াল অফিসার সাদাত আদনান আহ্?মদ, চিফ অপারেটিং অফিসার গোলাম মোর্তুজা চৌধুরী, চিফ করপোরেট গভার্নেন্স অফিসার এবং চিফ এন্টি মানি লন্ডারিং কমপ্লায়েন্স অফিসার নুরুল আলম, স্ট্রাটেজি বিভাগের প্রধান সালাহউদ্দীন মোহাম্মদ ইউসুফ প্রমুখ কর্মকর্তা বিজয়ীদের মধ্যে মোটরবাইকের চাবি হস্তান্তর করেন। বিজ্ঞপ্তি

Print Date & Time : 17 August 2025 Sunday 3:13 am
‘দশ টাকার দৌড়’ বিজয়ীদের হাতে বাইক তুলে দিল ‘নগদ’
করপোরেট কর্নার ♦ প্রকাশ: