Print Date & Time : 29 August 2025 Friday 6:58 am

দাউদকান্দিতে ইবিএলের উপশাখা উদ্বোধন

 

ইস্টার্ন ব্যাংক পিএলসির (ইবিএল) হেড অব বিজনেস (রিটেইল ও এসএমই ব্যাংকিং) সৈয়দ জুলকার নায়েন গতকাল কুমিল্লা জেলার অন্তর্গত দাউদকান্দি পৌরসভার ‘আবিদ প্লাজায়’ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে নিয়ে ব্যাংকের একটি উপশাখা উদ্বোধন করেন। ইবিএলের সিলেট ও নারায়ণগঞ্জের ব্রাঞ্চ এরিয়া হেড আবু রাসেল মো. মাসুম, সোনারগাঁ শাখার ব্যবস্থাপক মো. আলিফ হোসেন, দাউদকান্দি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. তরিকুল ইসলাম (নয়ন), বিশিষ্ট ব্যবসায়ী মো. আকতার হোসেন, কামরুল হাসান (গরিব), আরমান চৌধুরী (রবিন), মো. সবুজ মিয়াজি প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি