Print Date & Time : 2 August 2025 Saturday 2:42 am

দাদন ব্যবসায়ীর বিচার দাবিতে মানববন্ধন

প্রতিনিধি, দিনাজপুর : দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনি এলাকায় দাদন ব্যবসায়ীর বিচার দাবিতে মানববন্ধন করেছেন বড়পুকুরিয়া কয়লাখনির শ্রমিকসহ এলাকাবাসী। গতকাল শনিবার কয়লা খনির গেটে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বড়পুকুরিয়া কয়লাখনির শ্রমিক কর্মচারী ইউনিয়ন সভাপতি রবিউল ইসলাম বলেন, কয়লাখনির সন্নিকটে ধুলাউধাল গ্রামের জাকের হোসেনের ছেলে আনারুল ইসলাম একজন চিহ্নিত দাদন ব্যবসায়ী। তার রোষানলে পড়ে অনেকে সর্বস্বান্ত হয়েছেন। দাদন ব্যবসায়ী আনারুলের মিথ্যা মামলায় এখন বিপাকে পড়েছেন খনির শ্রমিকসহ অনেকে। এ জন্য তিনি এ দাদন ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন।