ক্রীড়া ডেস্ক: সময়টা খুব একটা ভালো যাচ্ছে না রিয়াল মাদ্রিদের। তবে গত পরশু দলটিকে সুখবর এনে দিয়েছেন দুই তরুণ ভিনিসিয়াস জুনিয়র ও রদ্রিগো। তাদের নৈপুণ্যে লা লিগায় ওসাসুনার বিপক্ষে সহজেই জিতেছে সান্তিয়াগো বার্নাব্যুর দলটি। এর ফলে গ্রানাডাকে টপকে চলতি লিগে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে জিনেদিন জিদানের শিষ্যরা।
সান্তিয়াগো বার্নাব্যুতে গত পরশু ওসাসুনাকে ২-০ গোলে হারিয়েছে রিয়াল। প্রথমার্ধে প্রতিপক্ষের জালমুখ খোলেন ভিনিসিয়াস জুনিয়র। এরপর দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ান রদ্রিগো।
তরুণদের ওপরই গত পরশু আস্থা রেখেছিলেন রিয়াল কোচ জিনেদিন জিদান। প্রতিদানটাও প্রথমার্ধেই দেন ভিনিসিয়াস। ম্যাচের ৩৬তম মিনিটে মাঝমাঠ থেকে বল টেনে আনেন ক্রুস। তার বাড়ানো বল দুর্দান্ত শটে জালে জড়ান ব্রাজিলের এ তারকা। মিনিট দু-এক পর ফের একইভাবে শট নিয়েছিলেন তিনি। কিন্তু এবার জাল খুঁজে পাননি তিনি। প্রথমার্ধে স্বাগতিকদের গোলপোস্টে একটাও শট নিতে পারেনি অতিথিরা।
দ্বিতীয়ার্ধের শুরু থেকেই ওসাসুনার রক্ষণে চাপ অব্যাহত রেখেছিল রিয়াল। সেই ধারাবাহিকতায় ম্যাচের ৫৮তম মিনিটে গোলের দেখাও পেয়েছিল রিয়াল। কিন্তু ইয়োভিচ করা গোলটি এ যাত্রায় ভিএআরের সাহায্য নিয়ে অফ সাইডের জন্য বাতিল করেন রেফারি। শেষ পর্যন্ত এ অর্ধে গোল পেয়ে যায় স্বাগতিকরা ৭২তম মিনিটে। ক্যাসেমিরো ফ্রি কিক থেকে পাওয়া বলে ডান পায়ের শটে জালে জড়িয়ে দলের জয় নিশ্চিত করেন রদ্রিগো। এর আগে অবশ্য ম্যাচের ৫৮তম মিনিটে গোলের দারুণ সুযোগ পেয়েছিল রিয়াল। কিন্তু ইয়োভিচ জালেরও বল জড়িয়েছিলেন। কিন্তু এ যাত্রায় ভিএআরের সাহায্য নিয়ে অফ সাইডের জন্য গোল দেননি রেফারি।
টানা তৃতীয় জয়ে ছয় ম্যাচে ১৪ পয়েন্ট টেবিলের শীর্ষে রিয়াল মাদ্রিদ। এদিকে ১৩ পয়েন্ট নিয়ে তালিকার দুইয়ে অ্যাথলেটিকো মাদ্রিদ। এদিকে ১২ পয়েন্ট নিয়ে তিনে অবস্থান অ্যাথলেতিক বিলবাওয়ের। চার নম্বরে রয়েছে গ্রানাডা। দলটির পয়েন্ট ১১। এছাড়া ১০ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে বার্সেলোনার অবস্থান।

Print Date & Time : 27 July 2025 Sunday 9:16 pm
দাপুটে জয়ে শীর্ষে রিয়াল
স্পোর্টস ♦ প্রকাশ: