Print Date & Time : 29 August 2025 Friday 10:42 am

দামুড়হুদা সীমান্ত এলাকা থেকে অত্যাধুনিক বিদেশী এয়ার গান উদ্ধার

প্রতিনিধি, চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ফুলবাড়ী সীমান্তবর্তী এলাকা থেকে ৯টি অত্যাধুনিক বিদেশী এয়ার গান উদ্ধার করেছে চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়ন (বিজিবি)। শনিবার রাত ১১টার উপজেলার ফুলবাড়ী সীমান্ত এলাকা থেকে এই এয়ার গান পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল শাহ মোঃ ইশতিয়াক পিএসসি বলেন, গতরাতে ফুলবাড়ী বিওপির একদল বিজিবি সশস্ত্র সদস্য সীমান্তে টহলরত অবস্থায় তারা দেখতে পায় এক চোরাকারবারী তার মাথায় একটি বস্তা নিয়ে সীমান্তের ৮৫/৮৬-টি খুঁটির পাশ দিয়ে দেশের অভ্যন্তরে প্রবেশ করছে। এ সময় বিজিবি টহলদল চোরাকারবারীকে আটকের জন্য ধাওয়া করে। সে মুহুর্তে চোরাকারবারী নিজেকে নিরাপদ করতে বস্তাটি ফেলে আবার ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। এরপর বিজিবির টহলদলের সদস্যরা চোরাকারবারীর ফেলে যাওয়া বস্তাটি উদ্ধার করে। উদ্ধার করা বস্তার ভেতর থেকে ৩টি কার্টুনের মধ্যে থাকা ৯টি অত্যাধুনিক অবৈধ এয়ারগান জব্দ করা হয়।

এ ব্যাপারে দর্শনা থানায় অবৈধ অস্ত্র আইনে মামলা করে জব্দকরা অবৈধ এয়ারগান গুলো জমা দেয়া হবে বলে তিনি জানান।