Print Date & Time : 30 August 2025 Saturday 8:43 am

দামুড়হুদায় মোটরসাইকেলের ধাক্কায় এক বৃদ্ধ নিহত

প্রতিনিধি, চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কুড়–লগাছি বাজারে মোটরসাইকেলের ধাক্কায় সরজত আলি মোল্লা (৬৮)নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।সরজত আলি মোল্লা কুড়–লগাছি গ্রামের মৃত নাসের মোল্লার ছেলে। বুধবার সকাল ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহতের বড় ছেলে আহাদ আলি মোল্লা জানায়, তার বাবা সকাল ১০টার দিকে কুড়–লগাছি বাজারে তার দোকান থেকে চাঁ খেয়ে বাড়ী ফিরছিল। এসময় বিপরিত দিক থেকে দ্রুতগতিতে আসা মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে সে সড়কের উপর ছিটকে পড়ে মারাত্মক আহত হয়। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টার দিকে তার মৃত্যু হয়। দর্শনা থানার অফিসার ইনচার্জ লুৎফুল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।