Print Date & Time : 30 August 2025 Saturday 8:44 am

দামুড়হুদা সীমান্ত থেকে রুপার গহনা উদ্ধার

প্রতিনিধি, চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে প্রায় সাড়ে ১০ কেজি ভারতীয় রুপার গহনাসহ একটি মোটরসাইকেল জব্দ করেছে বিজিবি।

গতকাল শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার সীমান্তবর্তী কামারপাড়া গ্রামের তিন রাস্তার মোড় নামক স্থান থেকে এগুলো জব্দ করা হয়। শনিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লে. কর্নেল শাহ মোহাম্মদ ইশতিয়াক।

চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শাহ মো. ইশতিয়াক জানান, শনিবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তের বারাদি ক্যাম্পের ইনচার্জ নায়েক সুবেদার জব্বার আলী সঙ্গীয় ফোর্স নিয়ে কামারপাড়া তিন রাস্তার মোড়ে অবস্থান নেন। এ সময় সীমান্তের দিক থেকে আসা একটি মোটরসাইকেল দেখতে পেলে তাকে চ্যালেঞ্জ করলে মোটরসাইকেল ফেলে চোরাচালানি পালিয়ে যায়। পরে মোটরসাইকেলের ট্যাংকের ভেতর লুকিয়ে রাখা ভারতীয় প্রায় সাড়ে ১০ কেজি রুপার গহনা জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ১৫ লাখ ৭৫ হাজার ৫০০ টাকা।