শেয়ার বিজ ডেস্ক : ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে এলপি গ্যাসসহ বেশকিছু খাতের জন্য ভ্যাট অব্যাহতি সুবিধার মেয়াদ বাড়ানো হচ্ছে। নতুন বাজেট প্রস্তাবনায় অর্থ উপদেষ্টা গতকাল সোমবার এসব খাতে ভ্যাট অব্যাহতি সুবিধার মেয়াদ বাড়ানোর কথা জানান।
ভ্যাট অব্যাহতি সুবিধার মেয়াদ বাড়ানোর তথ্য থেকে জানা যায়, এলপিজি সিলিন্ডারের স্থানীয় উৎপাদন পর্যায়ে বিদ্যমান ভ্যাট অব্যাহতি সুবিধা কিছুটা কমিয়ে মেয়াদ ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত বাড়ানো, এপিআই (সক্রিয় ঔষধ উপাদান) উৎপাদনের ক্ষেত্রে উৎপাদন পর্যায়ে ভ্যাট অব্যাহতি সুবিধার মেয়াদ ২০৩০ সালের ৩০ জুন পর্যন্ত বৃদ্ধি, মোবাইল ফোন উৎপাদন ও সংযোজনের ক্ষেত্রে বিদ্যমান ভ্যাট অব্যাহতি সুবিধা কিছুটা কমিয়ে ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত মেয়াদ বাড়ানো হয়েছে।
এছাড়া হাসপাতালের বেড উৎপাদনে ব্যবহƒত প্রয়োজনীয় উপকরণ ও খুচরা যন্ত্রাংশ আমদানি এবং স্থানীয়ভাবে ক্রয়ের ক্ষেত্রে সব ভ্যাট ২০৩০ সালের ৩০ জুন পর্যন্ত এবং সাধারণ ও আইসিইউ সুবিধাযুক্ত অ্যাম্বুলেন্সসহ হাইব্রিড ও ইলেকট্রিক ভেহিক্যালকে ২০৩০ সালের ৩০ জুন পর্যন্ত শর্তসাপেক্ষে ভ্যাট অব্যাহতি এবং স্টেরাইল সার্জিকাল ক্যাটগাট, সার্জিকাল সুচার, লিফট অ্যান্ড স্কিপ হোইস্টস, সেট-টপ-বক্স এবং বলপয়েন্ট কলম আমদানিতে ভ্যাট অব্যাহতি প্রত্যাহার করা হয়েছে।
অন্যদিকে ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন ও ইলেকট্রিক ওভেনের ওপর স্থানীয় উৎপাদন পর্যায়ে বিদ্যমান ভ্যাট অব্যাহতি সুবিধা কিছুটা কমিয়ে অব্যাহতির ২০৩০ সালের ৩০ জুন পর্যন্ত মেয়াদ বাড়ানো হয়েছে।
সাবান ও শ্যাম্পুর কাঁচামাল এলএবিএসএ এবং এসএলইএসের স্থানীয় উৎপাদনের ক্ষেত্রে ভ্যাট অব্যাহতি সুবিধা কমিয়ে ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত মেয়াদ বাড়ানো, লিথিয়াম ও গ্রাফিন ব্যাটারি উৎপাদনের ক্ষেত্রে উৎপাদন পর্যায়ে ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত মূল্য সংযোজন কর এবং ২০২৮ সালের ১ জুলাই থেকে ২০৩০ সালের ৩০ জুন পর্যন্ত ৫ শতাংশের অতিরিক্ত ভ্যাট অব্যাহতি দেয়া হয়েছে।
ইলেকট্রিক পণ্যের মধ্যে ই-বাইকের স্থানীয় উৎপাদনের ক্ষেত্রে ৫ শতাংশের অতিরিক্ত ভ্যাট ২০৩০ সালের ৩০ জুন পর্যন্ত অব্যাহতি, রেফ্রিজারেটর, ফ্রিজার, এয়ারকন্ডিশনার ও এর কম্প্রেসরের উৎপাদনে প্রয়োজনীয় উপকরণ আমদানিতে সম্পূরক শুল্ক ২০২৮ সালের ৩০ জুন পর্যন্ত অব্যাহতি দেয়া হয়েছে।