দাম বাড়ছে ২৯০ কোম্পানির শেয়ারের

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের প্রথম কর্মদিবস রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ২৯০টি বা ৭৩.৪১ শতাংশ কোম্পানির দর বেড়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ডিএসইতে ৩৯৯ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এদিন ডিএসইতে আগের দিন থেকে ৭২ কোটি ৬৯ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। বুধবার ডিএসইতে লেনদেন হয়েছিল ৩২৬ কোটি ৬৩ লাখ টাকার।

সপ্তাহের প্রথম কর্মদিবসে ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ৩৮ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৯৫৬ পয়েন্টে অবস্থান করছে। অন্য সূচকগুলোর মধ্যে- ডিএসই–৩০ সূচক ১১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮৩৪ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ ৬ দশমিক ২০ পয়েন্ট বেড়েছে।

আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৯০টির, দর কমেছে ৬৭টির এবং দর অপরিবর্তীত রয়েছে ৩৮টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও সূচক পতনে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসই প্রধান সূচক সিএএসপিআই ০.০৭২ পয়েন্ট বেড়েছে। এদিন সিএসইতে ৬ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।