Print Date & Time : 15 September 2025 Monday 1:28 am

দায়িত্বে অবহেলায় ছয় পুলিশ সদস্য ক্লোজড

প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের জিনারপুর-গড়বাড়ী গ্রামে গরুর খামারে পুলিশ পরিচয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতরা অস্ত্রের মুখে খামার মালিক ও তার স্ত্রীকে বেঁধে রেখে খামার থেকে ১৫টি গরু নিয়ে যায়। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে ছয় পুলিশ সদস্যকে গোমস্তাপুর থানার দায়িত্ব থেকে প্রত্যাহার করে পুলিশলাইনসে ক্লোজড করা হয়েছে।

গত শনিবার রাত দেড়টার দিকে এ ডাকাতির ঘটনা ঘটে। দায়িত্বে অবহেলার কারণে ছয় পুলিশ সদস্যকে পুলিশলাইনসে ক্লোজড করার বিষয়টি নিশ্চিত করেছেন গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ দিলীপ কুমার দাস।

ক্লোজড পুলিশ সদস্যরা হলেনÑগোমস্তাপুর থানার উপপরিদর্শক বদিউজ্জামান, উপ-পরিদর্শক (ডিএসবি) গাজী নুরুল ইসলাম ও সহকারি উপ-পরিদর্শক আমিনুল ইসলাম এবং তিন পুলিশ কনস্টেবল রহিম, বিপ্লব ও শফিকুল ইসলাম।

গরুর মালিক ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত দেড়টার দিকে বাড়িতে মাদক আছে বলে তল্লাশি শুরু করে পাঁচজন লোক। এ সময় গরুর মালিক আশরাফুল ইসলাম ও তার স্ত্রীকে বেঁধে রেখে খামারের পেছন দিকের ধান ক্ষেতে গিয়ে গরু নিয়ে পালিয়ে যায় তারা। আশপাশের লোকজন আশরাফুলের বাড়িতে আসার আগে ১৫টি গরু নিয়ে পালিয়ে যায় তারা।

আশরাফুল ইসলাম বলেন, রাত ১টা ৩০ মিনিটে আমি আর আমার স্ত্রী ঘুমিয়েছিলাম। পাঁচজন ডাকাত আমাকে পুলিশের লোক বলে পরিচয় দেয়। এরপর খামারে মাদক রয়েছে বলে তল্লাশি শুরু করে। আড্ডা-সাপাহার সড়কের জিনারপুর গড়বাড়ী কালভার্টের পাশে ধানের ক্ষেতে হাত ও পা বেঁধে আমাদের ফেলে রেখে ধানক্ষেত দিয়ে গরুগুলো নিয়ে চলে যায় তারা।

পরে আশরাফুলের ভাইয়ের ছেলে শাহীন রাত ৪টা ২৫ মিনিটে ৯৯৯-এ ফোন দিয়ে পুলিশের সহযোগিতা চান। এর পরিপ্রেক্ষিতে গোমস্তাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) বদিউজ্জামান ঘটনাস্থলে সকাল ৭টায় আসেন।

আশরাফুল ইসলামের স্ত্রী বেলী বেগম জানান, আমাকে ও আমার স্বামীকে বেঁধে নিয়ে গিয়ে কিছু দূরে কালভার্টের নিচে ফেলে রাখে। এ সময় মুখে গামছা ও হাত-পা বেঁধে রাখে। চিৎকার করতে গেলে ব্যাপক কিল-ঘুষি মারে তারা। আমাদের বেঁধে রেখে খামারের ১৭টি গরু নিয়ে চলে যায়। পরে দুটি গরু বাড়িতে ছুটে এসেছে। স্থানীয় বাসিন্দা তুহিন খান জানান, ১৫টি গরুর দাম ১৩ লাখ টাকা হতে পারে।

শনিবার সকালে অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম খান, সহকারী পুলিশ সুপার (গোমস্তাপুর সার্কেল) শামছুল আজম ও গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ দিলীপ কুমার দাস ঘটনাস্থল পরিদর্শন করেন।

গোমস্তাপুর থানার ওসি দিলীপ কুমার দাস জানান, খামারের পেছন দিয়ে বেড়া কেটে গরুগুলো নিয়ে গেছে। অভিযোগ পাওয়া গেছে। তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এ ঘটনায় গরুগুলো উদ্ধার ও ডাকাতদের ধরতে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে বলে তিনি জানান।