Print Date & Time : 3 August 2025 Sunday 2:14 pm

দালালের দৌরাত্ম্য রোধে কঠোর হওয়ার নির্দেশ প্রবাসীকল্যাণ মন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক: বৈদেশিক কর্মসংস্থানে দালালের দৌরাত্ম্য ও প্রতারণা রোধে আইন প্রয়োগে কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ। গতকাল রবিবার প্রবাসীকল্যাণ ভবনের বিজয় ৭১ অডিটোরিয়ামে এক কর্মশালায় তিনি এ নির্দেশ দেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেটদের জন্য ‘শ্রম অভিবাসন-সংক্রান্ত অপরাধ দমনে মোবাইল কোর্ট পরিচালনা’ শীর্ষক দুদিনব্যাপী এ কর্মশালার আয়োজন করে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় ও ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম)। এতে সভাপতিত্ব করেন প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন।

বিদেশে চাকরি দেয়ার নামে ন্যূনতম প্রতারণাও মানব পাচারের শামিলÑউল্লেখ করে মন্ত্রী বলেন, ‘মানব পাচারের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে।’ তিনি বলেন, ‘দেশের অর্থনীতি অনেকাংশেই রেমিট্যান্সের ওপর নির্ভরশীল এবং দিন দিন রেমিট্যান্স প্রবাহ বেড়েই চলছে।’

সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন বলেন, ‘গ্লোবাল কম্প্যাক্ট ফর মাইগ্রেশনের লক্ষ্যগুলো বাস্তবায়নে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। নিরাপদ শ্রম অভিবাসন বাস্তবায়নের লক্ষ্যে আইনি বিধিবিধান সঠিকভাবে প্রয়োগের কোনো বিকল্প নেই।’

এতে আরও বক্তব্য রাখেন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক মো. শামছুল আলম, আইওএম মিশন প্রধান গিওর্গি গিগাউরি, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. নাজীবুল ইসলাম, ঢাকা বিভাগীয় কমিশনার মো. খলিলুর রহমান প্রমুখ। কর্মশালায় ঢাকা ও ময়মনসিংহ বিভাগের ৩২ নির্বাহী ম্যাজিস্ট্রেট অংশ নেন। পরে আরও ৫৮ নির্বাহী ম্যাজিস্ট্রেটকে নিয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হবে।