শেয়ার বিজ প্রতিনিধি, দিনাজপুর: ফটোসাংবাদিক পাভেল রহমানের দুই দিনব্যাপী একক সংবাদচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেছেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান।
গতকাল সোমবার দিনাজপুর শহরের বালবাড়ীতে বন্ধন কমিউনিটি সেন্টারে
এই সংবাদচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন তিনি।
সাংবাদিক পাভেল রহমান ফটোসাংবাদিকতার কিংবদন্তি উল্লেখ করে মন্ত্রী বলেন, পাভেল রহমানের মাধ্যমে আমাদের নতুন প্রজš§ বাংলাদেশের ইতিহাস-ঐতিহ্য সম্পর্কে জানতে পারবে। কারণ তিনি তার জীবনের ভালো লাগা দিকগুলো সংবাদচিত্রের মাধ্যমে আমাদের সামনে তুলে ধরেছেন। তার জগদ্বিখ্যাত ছবি ইতিহাসের জন্ম দিয়েছে।
তার কর্ম যদি কারও হৃদয়ে দাগ কাটে, তাহলে তিনি হবেন একজন সার্থক মানুষ।