দিনাজপুরে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে,বিশ্ববিদ্যালয়ের ছাত্রসহ ৩ জনের মৃত্যু

প্রতিনিধি, দিনাজপুর : দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কে সাতমাইল বাঁক (জয় সিল্ক মোড়) এলাকায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে বিশ্ববিদ্যালয়ের ছাত্রসহ ৩ জন নিহত হন। এ দুর্ঘটনায় গুরুতর আহত অপর দুজনকে উন্নত চিকিৎসার জন্য গতরাতেই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মঙ্গলবার (১২ জুলাই) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে সাতমাইল বাঁকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন দিনাজপুর শহরের সুইহারী এলাকার কপিল বসাকের ছেলে বর্ণ বসাক (২২), ঢাকা সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ের সিএসসি ডিপার্টমেন্টের ছাত্র মুন্সীপাড়া এলাকার মৃত নুরুল আমিন সিদ্দিকীর ছেলে ইমন (২৩) এবং সৈয়দপুর বাউস্টের ছাত্র ও কসবা এলাকার শফিকুল ইসলামের ছেলে শাহরিয়ার শাওন (২৪)।
আহতরা হলেন মুন্সীপাড়া এলাকার মাহবুবের ছেলে তামজিদ (১৯) ও বাহাদুর বাজার এলাকার ডিশলাইন ব্যবসায়ী পিএমএন ক্যাবল নেটওয়ার্কের স্বত্বাধিকারী মাহমুদুন্নবী পলাশের ছেলে রওনাক নবী প্রিয় (২৩)।
স্থানীয়দের বরাতে এএসআই সৌরভ জানান, রাতে দশমাইল হতে প্রাইভেটকারযোগে তারা শহরে ফিরছিলেন। কারটি দ্রুতগতিতে চলার কারণে বাঁক ঘুরতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে গিয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই বর্ণ বসাকের মৃত্যু হয়। স্থানীয় জনতা বাকিদের উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করালে কর্তব্যরত চিকিৎসক ইমন ও শাওনকে মৃত ঘোষণা করেন।
গুরুতর আহত দুজন তামজিদ ও রওনাক নবীকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।