প্রতিনিধি, দিনাজপুর:শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে স্থানীয় পৌর কাউন্সিলরদের মাঝে ভ্যান বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার সংগঠনের সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীমের সভাপতিত্বে দিনাজপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরদের মাঝে ১৬টি ভ্যান বিতরণ করা হয়।
এ সময় বক্তব্য রাখেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহসভাপতি মোসাদ্দেক হোসেন চৌধুরী পাপ্পু, সহসভাপতি মো. জর্জিস আনম, পরিচালক মো. মোছাদ্দেক হোসেন, সুজা উর রব চৌধুরী, মো. আখতারুজ্জামান জুয়েল, সৈয়দ সাগির আহম্মেদ, শাহেদ রিয়াজ পিম, মো. সানোয়ার হোসেন, মো. মোস্তফা কামাল মিলন, প্রতাপ কুমার সাহা পানু, সহিদুর রহমান পাটোয়ারী মোহন প্রমুখ।