Print Date & Time : 10 July 2025 Thursday 10:37 am

দিনাজপুরে মানি লন্ডারিং প্রতিরোধে কর্মশালা

প্রতিনিধি, দিনাজপুর: ব্যাংকারদের নিয়ে দিনাজপুরে দিনব্যাপী অনুষ্ঠিত হলো প্রিভেনশন অব মানি লন্ডারিং অ্যান্ড টেরোরিস্ট ফাইন্যান্সিং প্রশিক্ষণ কর্মশালা।

গতকাল সকালে দিনাজপুর বাঁশের হাট ব্রাক লার্নিং সেন্টারে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টিলিজেন্স ইউনিটের আয়োজনে এবং ব্যাংক এশিয়ার তত্ত্বাবধানে দিনব্যাপী প্রভেনশন অব ম্যানি লন্ডারিং অ্যান্ড টেরোরিস্ট ফাইন্যান্সিং প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

ব্যাংক এশিয়ার ডিএমডি মোহাম্মদ জিয়াউল হাসান মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন বাংলাদেশ ব্যাকের ডিজিএম, বিএফআইইউ মোহাম্মদ মহসিন হোসাইন। এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেডি বিএফআইইউ মো. আজমল হোসাইন, ডিডি মো. মাহমুদুল হক ভূঁইয়া ও ডিডি মো. আশরাফুল আলম।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, ম্যানি লন্ডারিং ও টেরোরিস্ট ফাইন্যান্সিং প্রতিরোধে সব ব্যাংকে যদি সরকারের নেয়া নিয়মকানুন ও পদক্ষেপগুলো সঠিকভাবে বাস্তবায়ন করা হয়, আমাদের দেশের ভাবমূর্তি বিশ্বে সমুজ্জ্বল হবে এবং আমরাও উপকৃত হবো।

তিনি আরও বলেন, কালোটাকা সাদা করতে এক শ্রেণির অসৎ মানুষ নানাভাবে প্রচেষ্টা চালায়, যা অর্থ লেনদেনের ক্ষেত্রে নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরাই প্রতিরোধ করতে পারে।

দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় জেলার ৩৯টি ব্যাংকের শতাধিক কর্মকর্তারা অংশ নেন। এরপর কর্মকর্তারা স্থানীয় মোস্তফাবাদ জেলেপাড়ার শতাধিক অসহায় নারী-পুরুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।