Print Date & Time : 29 August 2025 Friday 5:21 pm

দিনাজপুরে যাত্রীবাহী বাস উল্টে নিহত ২, আহত ১২

প্রতিনিধি, দিনাজপুর: দিনাজপুরের চিরিরবন্দরে নিয়ন্ত্রন হারিয়ে হানিফ পরিবহনের যাত্রীবাহী বাস উল্টে নারীসহ ২ জন নিহত ও আরও ১২ জন আহত হয়েছে।

নিহতরা হলেন, দিনাজপুর সদরের উথরাইল গ্রামের মজিবর রহমানের স্ত্রী হালিমা খাতুন (৪৫) ও বিরামপুর উপজেলার বিজুল গ্রামের আজিমুদ্দীনের ছেলে জলিল উদ্দীন (৫০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ শনিবার (১২ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টায় ঢাকা থেকে ছেড়ে আসা দিনাজপুরগামী হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস চিরিরবন্দরের মোহনপুর সেতুর পূর্ব পার্শ্বের গার্ডার ভেঙ্গে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পার্শ্ববর্তী খাদে পড়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই এক নারীসহ দুই যাত্রী নিহত হন। দুর্ঘটনায় আহত হয় আরও ১২ বাসযাত্রী।

চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) বজলুর রশিদ জানান, আহতদের মধ্যে ৭ জনের অবস্থা গুরুতর। তাদের আশঙ্কাজনক অবস্থায়

দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্যে ভর্তি করা হয়েছে।