প্রতিনিধি, দিনাজপুর: প্রাইভেটকারের মালিকানা নিয়ে বিরোধকে কেন্দ্র করে দিনাজপুরের চিরিরবন্দরে এক ইউনিয়ন যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার দিবাগত রাত দেড়টায় চিরিরবন্দর উপজেলার আমতলী বাজারে এ ঘটনা ঘটেছে।
নিহত ২৪ বছর বয়সী মাজেদুর রহমানের বাড়ি দিনাজপুর সদর উপজেলার শেখপুরা ইউনিয়নের ৮ নম্বর রেলঘুন্টি এলাকায়। তিনি শেখপুরা ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। মাজেদুর স্থানীয় রাইসুল ইসলাম নামের এক ঠিকাদারের সহযোগী হিসেবে কাজ করতেন বলে জানা গেছে।
চিরিরবন্দর থানার ওসি বজলুর রশিদ বিষয়টি নিশ্চিত করে জানান, রাতে চিরিরবন্দর উপজেলার আমতলী বাজারে সাত থেকে আটজন দুর্বৃত্ত মাজেদুরকে কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে তার মরদেহ হাসপাতালে রাখা রয়েছে।
তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে পাঁচটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এর মধ্যে একটি মাজেদুরের ও বাকি চারটি হামলাকারীদের বলে জানা গেছে। একটি প্রাইভেট কারকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে বলে আমরা জানতে পেরেছি। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে এখনও কোনো অভিযোগ করা হয়নি, অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে। তবে পুলিশ রাত থেকেই জড়িতদের ধরতে অভিযান চালাচ্ছে।