দিরাই আ. লীগের সেক্রেটারি প্রদীপ রায় গ্রেপ্তার

প্রতিনিধি, সুনামগঞ্জ: জলমহালকে কেন্দ্র করে সংঘটিত হত্যা মামলায় গ্রেপ্তার হয়েছেন সুনামগঞ্জের দিরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায়।

স্থানীয় বাসিন্দা রুহেদ হত্যা মামলায় প্রদীপ রায়কে আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শুক্রবার (২৯ অক্টোবর) মধ্যরাতে সিলেট নগরীতে অভিযান চালিয়ে তাকে আটক করে র‌্যাব।

শনিবার (৩০ অক্টোবর) দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান বলেন, সিলেট থেকে র‌্যাবের একটি দল প্রদীপ রায়কে আটক করেছে।

জানা যায়, জলমহালকে কেন্দ্র করে গত ১৮ অক্টোবর দিরাই উপজেলার ভাটিপাড়ায় দুই পক্ষের সংঘর্ষে রুহেদ মিয়া (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়। আহত হয় উভয় পক্ষের অন্তত ৪০ জন। এ ঘটনায় ২২ অক্টোবর নিহত রুহেদ মিয়ার ভাই সোহেদ মিয়া বাদী হয়ে থানায় মামলা করেন।