ব্যাংকারদের পেশাগত উৎকর্ষসাধন ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে চালু হওয়া ব্যাংকার্স ওয়েলফেয়ার ক্লাব বাংলাদেশ রাজধানীর ব্যাংক পাড়া দিলকুশায় নিজস্ব অফিস উদ্বোধন করেছে। এ উপলক্ষ্যে অফিস প্রাঙ্গণে গত সোমবার আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ক্লাবের সভাপতি ও মার্কেন্টাইল ব্যাংক পিএলসির সিএফও ড. তাপস চন্দ্র পালের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক লায়ন হামিদুল আলম সখা। অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক ড. আবুল কালাম আজাদ, মো. গোলাম মোস্তফা, কাজী এনায়েত হোসেন ও সাবেক ডিজিএম মো. নেছার আহমেদ ভুঁইয়া। কমিটির অন্য সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

Print Date & Time : 20 July 2025 Sunday 3:27 pm
দিলকুশায় ব্যাংকার্স ওয়েলফেয়ার ক্লাবের অফিস উদ্বোধন
ব্যাংক-বিমা ♦ প্রকাশ: