Print Date & Time : 3 September 2025 Wednesday 10:37 pm

দিল্লির স্কুল-কলেজ খুলছে সোমবার

শেয়ার বিজ ডেস্ক: ভারতের দিল্লিতে বন্ধ থাকা স্কুল, কলেজ ও কোচিং ইনস্টিটিউটগুলো আগামী সোমবার থেকে পর্যায়ক্রমে খুলে দেওয়া হবে। গতকাল শুক্রবার এক বৈঠকে দিল্লির রাজ্য সরকার এমন সিদ্ধান্ত নেয়। ভারতে করোনা শনাক্তের সংখ্যা কমছে বলে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ঘোষণা দেওয়ার এক দিনের মাথায় রাজধানী দিল্লিতে বিধিনিষেধ শিথিল ও স্কুল-কলেজ খুলে দেওয়ার এ সিদ্ধান্ত নেয়া হলো। খবর: এনডিটিভি।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ধাপে ধাপে স্কুলগুলো খুলে দেয়া হবে। সোমবার থেকে নবম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের সশরীরে পাঠদান শুরু হবে। তবে যেসব শিক্ষক টিকা নেননি তারা ক্লাস নিতে পারবেন না। দিল্লিতে রাত্রিকালীন কারফিউয়ের সময়ও এক ঘণ্টা কমানো হয়েছে। এখন থেকে রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত এ কারফিউ চলবে। আগের নিয়ম অনুযায়ী রাত ১০টা থেকে রাত্রিকালীন কারফিউ শুরু হতো।

বৈঠকে দিল্লি দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (ডিডিএমএ) সিদ্ধান্ত নিয়েছে, জিমগুলোও খুলে দেওয়া হবে।

ভারতে গত ২১ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত দুই সপ্তাহে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ৫০ শতাংশ কমেছে। দৈনিক আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৪৭ হাজার ২৫৪ থেকে কমে ১ লাখ ৭২ হাজার ৪৩৩-এ দাঁড়িয়েছে। একই সময়ের মধ্যে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩৯ শতাংশ কমেছে।

প্রতিবেদনে বলা হয়, দৈনিক আক্রান্তের হার কমার এ ধারাবাহিকতার মধ্য দিয়ে করোনার প্রকোপ কমারই ইঙ্গিত বহন করছে।