নিজস্ব প্রতিবেদক: ভ্রমণ ও অবকাশ খাতের কোম্পানি ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস লিমিটেডের ঋণমান দীর্ঘ মেয়াদে ‘ডাবল এ প্লাস’ ও স্বল্প মেয়াদে ‘এসটি-ওয়ান’। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানিটির ৩০ জুন, ২০১৮ সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ৩০ সেপ্টেম্বর, ২০১৮ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও আনুষঙ্গিক অন্যান্য তথ্যের ভিত্তিতে এ মূল্যায়ন করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল)।
কোম্পানিটি সর্বশেষ ৩০ জুন, ২০১৮ সমাপ্ত হিসাববছরের জন্য ২২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। ওই হিসাববছরে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে দুই টাকা এক পয়সা ও শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৮৮ টাকা ৮২ পয়সায়।
চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে (জুলাই থেকে সেপ্টেম্বর) কোম্পানির শেয়ারপ্রতি আয় হয় ৫৪ পয়সা। যা এর আগের বছর একই সময়ে ছিল ৫০ পয়সা। ৩০ সেপ্টেম্বর, ২০১৮ পর্যন্ত কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য দাঁড়িয়েছে ৮৯ টাকা ৩৫ পয়সায়।
২০১৭ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ২০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে ইউনিক হোটেল। সে বছর কোম্পানিটির ইপিএস হয় এক টাকা ৮০ পয়সা এবং শেয়ারপ্রতি সম্পদমূল্য দাঁড়ায় ৮৮ টাকা ৮২ পয়সায়। সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, কোম্পানির মূল্য আয় অনুপাত ২৪ দশমিক ২৬। নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, ২৬ দশমিক শূন্য সাত।
গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ারটির দর ৩০ পয়সা বা দশমিক ৫৭ শতাংশ কমে সর্বশেষ লেনদেন হয় ৫২ টাকা ৫০ পয়সায়। লেনদেন শেষে সর্বশেষ দর দাঁড়ায় ৫২ টাকা ৪০ পয়সা। এদিন কোম্পানিটির এক লাখ ৪৪ হাজার ৭৩৪টি শেয়ার ২০৯ বার হাতবদল হয়। যার বাজারমূল্য ৭৬ লাখ টাকা। গতকাল শেয়ারটির দর ৫২ টাকা ৯০ পয়সা থেকে ৫২ টাকা ৩০ পয়সায় ওঠানামা করে। কোম্পানির অনুমোদিত মূলধন এক হাজার কোটি টাকা ও পরিশোধিত মূলধন ২৯৪ কোটি ৪০ লাখ টাকা। কোম্পানির শেয়ার সংখ্যা ২৯ কোটি ৪৪ লাখ। রিজার্ভে আছে এক কোটি ৭০ লাখ ২১ হাজার ৫৮০টি শেয়ার।
