দীর্ঘ মেয়াদে ‘এ প্লাস’ পেল রিজেন্ট টেক্সটাইল

নিজস্ব প্রতিবেদক : বস্ত্র খাতের কোম্পানি রিজেন্ট টেক্সটাইল মিলস লিমিটেড দীর্ঘ মেয়াদে রেটিং ‘এ প্লাস’ এবং স্বল্প মেয়াদে ‘এসটি-৩’ পেয়েছে। ৩০ জুন ২০১৭ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ৩০ সেপ্টেম্বর ২০১৭ সালের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের আলোকে এ রেটিং সম্পন্ন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, রিজেন্ট টেক্সটাইলসের ঋণমান অবস্থান (ক্রেডিট রেটিং) নির্ণয় করেছে ঋণমান নির্ণয়কারী প্রতিষ্ঠান ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (ক্রিসেল)।