দুই কোম্পানির ঋণমান নির্ণয়

নিজস্ব প্রতিবেদক: ঋণমান (ক্রেডিট রেটিং) অবস্থান প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত মোজাফফর হোসেন স্পিনিং মিলস লিমিটেড এবং শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

মোজাফফর হোসেন স্পিনিং মিলস: কোম্পানিটির ঋণমান অবস্থান নির্ণয় করেছে ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল)। কোম্পানিটি দীর্ঘ মেয়াদে রেটিং পেয়েছে ‘বিবি প্লাস’। আর স্বল্প মেয়াদে পেয়েছে ‘এসটি-৪’ ৩০ জুন ২০২০ সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং চলতি হিসাববছরের ছয় মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং অন্যান্য প্রাসঙ্গিক তথ্যের আলোকে এ রেটিং সম্পন্ন হয়েছে।

শাহজালাল ইসলামী ব্যাংক: কোম্পানিটির ঋণমান অবস্থান নির্ণয় করেছে ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল)। কোম্পানিটি দীর্ঘ মেয়াদে রেটিং পেয়েছে ‘এএ’। আর স্বল্প মেয়াদে পেয়েছে ‘এসটি-২’। ৩১ ডিসেম্বর ২০২০ সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং অন্যান্য প্রাসঙ্গিক তথ্যের আলোকে এ রেটিং সম্পন্ন হয়েছে।

‘এ’ ক্যাটেগরির কোম্পানিটি ২০০৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। এক হাজার কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন ৯৮০ কোটি ৯ লাখ ২০ হাজার টাকা। কোম্পানিটির মোট ৯৮ কোটি ৯২ হাজার ৩৩৬টি শেয়ার রয়েছে।

ডিএসই থেকে প্রাপ্ত সর্বশেষ তথ্যমতে মোট শেয়ারের ৪৮ দশমিক ৭৭ শতাংশ উদ্যোক্তা বা পরিচালক, প্রতিষ্ঠানিক ১৩ দশমিক ৪৩ শতাংশ, বিদেশি শূন্য দশমিক ১৫ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীর কাছে ৩৭ দশমিক ৬৫ শতাংশ শেয়ার রয়েছে।