নিজস্ব প্রতিবেদক: বস্ত্র খাতের কোম্পানি জেনারেশন নেক্সট ফ্যাশনস এবং ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি সেন্ট্রাল ফার্মার ঋণমান অবস্থান নির্ণয় করেছে ওয়াসো ক্রেডিট রেটিং কোম্পানি (বিডি) লিমিটেড (ডব্লিউসিআরসিএল)। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জেনারেশন নেক্সট ফ্যাশনস লিমিটেড: কোম্পানিটি দীর্ঘ মেয়াদে রেটিং পেয়েছে ‘এ৩’ এবং স্বল্প মেয়াদে রেটিং পেয়েছে ‘এসটি-৩’। ২০২০ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং অন্যান্য প্রাসঙ্গিক তথ্যের আলোকে এ রেটিং দিয়েছে ওয়াসো ক্রেডিট রেটিং কোম্পানি (বিডি) লিমিটেড।
সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেড: কোম্পানিটি দীর্ঘ মেয়াদে রেটিং পেয়েছে ‘বিবিবি৩’ এবং স্বল্প মেয়াদে রেটিং পেয়েছে ‘এসটি-৪’। ২০২০ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং অন্যান্য প্রাসঙ্গিক তথ্যের আলোকে এ রেটিং দিয়েছে ওয়াসো ক্রেডিট রেটিং কোম্পানি (বিডি) লিমিটেড।