Print Date & Time : 11 September 2025 Thursday 10:06 am

দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন হয়েছে। কোম্পানিগুলো হলো : মতিন স্পিনিং মিলস ও স্কয়ার টেক্সটাইল লিমিটেড। আজ বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রমতে, মতিন স্পিনিংয়ের ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল) ঘোষণা করেছে। রেটিং অনুযায়ী প্রতিষ্ঠানটির রেটিং হয়েছে ‘এএ’। আর স্বল্পমেয়াদে রেটিং হয়েছে ‘এসটি-৩’।

প্রতিষ্ঠানটির ৩০ জুন, ২০২১ এবং ৩০ সেপ্টেম্ববর, ২০২১ পর্যন্ত নিরীক্ষিত এবং অন্যান্য আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই রেটিং করা হয়।

অন্যদিকে, একই প্রতিষ্ঠান কর্তৃক স্কয়ার টেক্সটাইলের ক্রেডিট ঘোষণা করা হয়েছে। রেটিং অনুযায়ী প্রতিষ্ঠানটির রেটিং হয়েছে ‘এএ’ আর স্বল্পমেয়াদে হয়েছে ‘এসটি-১’।

প্রতিষ্ঠানটির ৩০ জুন, ২০২১ এবং ৩১ অক্টোবর, ২০২১ পর্যন্ত নিরীক্ষিত এবং অন্যান্য আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই রেটিং করা হয়।