Print Date & Time : 15 September 2025 Monday 11:36 am

দুই কোম্পানির প্রান্তিক প্রতিবেদন প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ ২০২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

বাটা শু কোম্পানি লিমিটেড: প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ ২০২১) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে তিন টাকা ৫৮ পয়সা (লোকসান), যা আগের বছর একই সময়ে ছিল দুই টাকা সাত পয়সা।

গ্লোবাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড: প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ ২০২১) কোম্পানিটির ইপিএস হয়েছে এক টাকা দুই পয়সা, যা আগের বছর একই সময়ে ছিল এক টাকা। আর ৩১ মার্চ, ২০২১ তারিখে তাদের এনএভিপিএস দাঁড়িয়েছে ১৩ টাকা ৭৭ পয়সা।