Print Date & Time : 5 August 2025 Tuesday 12:20 am

দুই কোম্পানির শেয়ার অধিগ্রহণ করল হাইডেলবার্গ সিমেন্ট

নিজস্ব প্রতিবেদক: বিদ্যুৎ ও সিমেন্ট খাতের প্রাইভেট কোম্পানি ‘এমিরেটস পাওয়ার কোম্পানি লিমিটেড’ ও ‘এমিরেটস সিমেন্ট বাংলাদেশ লিমিটেড’-এর শতভাগ শেয়ার অধিগ্রহণ সম্পন্ন করেছে হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশ লিমিটেড। সম্প্রতি হাইডেলবার্গ সিমেন্টের পরিচালনা পর্ষদ সভায় বিদ্যুৎ ও সিমেন্ট খাতের এ দুই কোম্পানি অধিগ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

প্রাপ্ত তথ্যমতে, হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদের অনুমোদিত সিদ্ধান্ত অনুযায়ী সিমেন্ট উৎপাদনকারী প্রতিষ্ঠান এমিরেটস সিমেন্টস বাংলাদেশ এবং বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহকারী প্রতিষ্ঠান এমিরেটস পাওয়ার কোম্পানি লিমিটেডের শতভাগ শেয়ারের মালিকানার মাধ্যমে অধিগ্রহণ করার সিদ্ধান্ত নেওয়া হয়। এরই ধারাবাহিকতায় দুই কোটি ১৫ লাখ ১৮ হাজার ৬৮৪ ডলার বা প্রায় ১৮২ কোটি ৫৮ লাখ ৬০ হাজার টাকার বিনিময়ে আল্ট্রাটেক সিমেন্ট মিডল ইস্ট ইনভেস্টমেন্টস লিমিটেডের কাছ থেকে এ দুই প্রতিষ্ঠান অধিগ্রহণ করল। বাংলাদেশের আইন ও কমপ্লায়েন্স অনুযায়ী প্রায়োজনীয় আইনি আনুষ্ঠানিকতা এবং অনুমোদনের মাধ্যমে এ অধিগ্রহণ সম্পন্ন হয়েছে।