দুই খাতে দর বেড়েছে

নিজস্ব প্রতিবেদক:দেশের পুঁজিবাজারে গতকাল রোববার সূচক পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। সেই সঙ্গে এদিন লেনদেন আগের দিনের তুলনায় ৫০ কোটি টাকার বেশি কমেছে। সপ্তাহের প্রথম কার্যদিবসে পতনেও কেনার চাপ ও আগ্রহ বেশি থাকায় বিনিয়োগকারীদের চাহিদার শীর্ষে রয়েছে ট্যানারি খাতের শেয়ার। ফলে আলোচিত খাতে শেয়ারদর সবচেয়ে বেশি বেড়েছে। এদিন শুধু দুটি খাতে দর বেড়েছে। এদিকে বিনিয়োগকারীদের শেয়ার বিক্রির চাপ থাকায় আইটি খাতের শেয়ারদর বেশি কমেছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, গতকাল আগ্রহ বেশি থাকা ট্যানারি খাতের শেয়ারদর বেড়েছে শূন্য দশমিক ৭০ শতাংশ। এদিন খাতটিতে মোট ৬টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এ খাতে লেনদেন হওয়া শেয়ারের মধ্যে ২টির দাম বেড়েছে এবং ৩টি শেয়ারদর কমেছে। দর বৃদ্ধির দ্বিতীয় স্থানে ছিল সাধারণ বিমা খাত। খাতটিতে শূন্য দশমিক ৪০ শতাংশ শেয়ারদর বেড়েছে। এদিকে গতকাল টেলিকমিউনিকেশন, ব্যাংক, পাট এবং আর্থিক খাতের শেয়ারদর কমা বা বৃদ্ধির কোনো পরিবর্তন হয়নি।

গতকাল শেয়ারদর সবচেয়ে বেশি কমেছে আইটি খাতে। এ খাতে ১ দশমিক ৫০ শতাংশ শেয়ারদর কমেছে। ১ দশমিক ৩০ শতাংশ শেয়ারদর কমে সিমেন্ট খাত দ্বিতীয় স্থানে ছিল। শেয়ারদর কমার দিক থেকে তৃতীয় স্থানে ছিল সেবা ও আবাসন খাত। খাতটিতে শূন্য দশমিক ৯০ শতাংশ শেয়ারদর কমেছে।

অন্যদিকে গতকাল লেনদেনের দিক থেকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে খাদ্য ও আনুষঙ্গিক খাতে। খাতটিতে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মোট লেনদেনের ১৭ দশমিক ১০ শতাংশ লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা সাধারণ বিমা খাতে ডিএসইর মোট লেনদেনের ১৬ দশমিক ৬০ শতাংশ লেনদেন হয়েছে। ১০ দশমিক ৮০ শতাংশ লেনদেন হওয়া বস্ত্র খাত রয়েছে তৃতীয় স্থানে। চতুর্থ স্থানে থাকা ওষুধ ও রসায়ন খাতে ডিএসইর মোট লেনদেনের ৯ দশমিক ১০ শতাংশ লেনদেন হয়েছে।

বাজার পর্যালোচনায় দেখা গেছে, বাজারটিতে ৩৩৩টি প্রতিষ্ঠানের মোট আট কোটি ৯৩ হাজার ১৪৪ শেয়ার ও ইউনিট কেনাবেচা হয়েছে। এতে লেনদেন হয়েছে ৪১৭ কোটি ৬৪ লাখ ৩৯ হাজার টাকা। আগের দিন লেনদেন হয়েছিল ৪৮৫ কোটি ৭৩ লাখ ৫৪ হাজার টাকার। অর্থাৎ আগের দিনের তুলনায় লেনদেন কমেছে। এদিন দাম বেড়েছে ৩৯টি কোম্পানির শেয়ারের, বিপরীতে কমেছে ১৪৩টির আর অপরিবর্তিত রয়েছে ১৬০টির।

ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১৪ পয়েন্ট কমে পয়েন্ট দাঁড়িয়েছে ৬ হাজার ৩১৫ পয়েন্টে। ডিএসইর অন্য দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ সূচক চার পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৩৬৮ পয়েন্টে। ডিএস-৩০ সূচক আট পয়েন্ট ৩ কমে দাঁড়িয়েছে ২ হাজার ১৪৩ পয়েন্টে।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক ২৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৬৬৫ পয়েন্টে। এদিন সিএসইতে ১৫৬টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৩১টির, কমেছে ৭৫টির ও অপরিবর্তিত রয়েছে ৫০টির দাম। দিনশেষে সিএসইতে ৩ কোটি ৮৯ লাখ ৭৪ হাজার লাখ ৫৫ হাজার ৪১০ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ১৮ কোটি ৩১ লাখ ৫৫ হাজার ৪১০ টাকার শেয়ার ও ইউনিট।