Print Date & Time : 29 July 2025 Tuesday 10:11 pm

দুই ঘণ্টায় মাত্র ২৩ লাখ টাকার লেনদেন শাইনপুকুরের

নিজস্ব প্রতিবেদক: আজ সোমবার (৩১ জানুয়ারি) চলতি সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে লেনদেনে তলানিতে চলে গেছে সিরামিক খাতের কোম্পানি শাইনপুকুর সিরামিকস লিমিটেড।

আজ বেলা ১২টা পর্যন্ত বাজার বিশ্লেষণে দেখা যায়, ৮১ হাজার ৮৯৫টি শেয়ার মাত্র ৯২ বার হাতবদল হয়েছে, যার বাজারদর ২৩ লাখ টাকা। কোম্পানিটির আশানুরূপ লেনদেন না হওয়ায় এর প্রভাব পড়েছে বাজারের গতিতে।

এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত কোম্পানিটির শেয়ারদর ১০ পয়সা বা শূন্য দশমিক ৩৫ শতাংশ কমে ২৮ টাকা ৪০ পয়সায় হাতবদল হয়। কোম্পানিটির লেনদেন এগিয়ে গেলে পুঁজিবাজারের সার্বিক সূচক ও লেনদেনে ইতিবাচক প্রভাব ফেলবে।