Print Date & Time : 8 July 2025 Tuesday 11:15 pm

দুই ঘণ্টা পর খুলনায় রেল যোগাযোগ স্বাভাবিক

প্রতিনিধি, খুলনা : খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। সোয়া দুই ঘণ্টা চেষ্টার পর খুলনা নগরীর দৌলতপুরে লাইনচ্যুত একটি বগি উদ্ধার করতে সক্ষম হয় রেলওয়ে কর্তৃপক্ষ। বিষয়টি নিশ্চিত করেছেন ঘটনাস্থলে থাকা দৌলতপুর রেল পুলিশ ক্যাম্প ইনচার্জ মো. শফিকুল ইসলাম।

তিনি জানান, উদ্ধারকারী একটি রেলগাড়ি ঘটনাস্থলে পৌঁছে সোয়া ২ ঘণ্টা চেষ্টা করে বগিটি উদ্ধার করে সরিয়ে নেয়। এরপর রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

এর আগে খুলনা রেলওয়ে থানার ওসি মোল্লা মো. খবীর আহমেদ জানান, বগুড়ার সান্তাহার থেকে তেলবাহী একটি ট্রেন খুলনায় ফিরছিল। তবে ট্রেনটি খালি ছিল। এর আগে সোমবার দুপুর সোয়া ২টার দিকে দৌলতপুর থানার বিজিবি সদর দপ্তরের কাছাকাছি এলাকায় ট্রেনের পেছনের গার্ড বগি লাইনচ্যুত হয়।