Print Date & Time : 27 August 2025 Wednesday 12:08 am

দুই চেয়ারম্যানসহ আ.লীগ নেতা কারাগারে

প্রতিনিধি, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জে সাবেক যুবলীগ নেতা হত্যা মামলায় মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান আরিফুল ইসলাম হালদার, তার ছোট ভাই ওই উপজেলার কামারখাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফর রহমান হালদার, টঙ্গীবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কবির হালদারসহ ৯ জনের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

ওই মামলায় উচ্চ আদালতের জামিনের মেয়াদ শেষে গতকাল বুধবার সকাল ১১টায় মুন্সীগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে জামিন আবেদন করলে শুনানি শেষে আদালতের বিচারক কাজী আব্দুল হান্নান জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন মুন্সীগঞ্জ আদালত পুলিশের ইনচার্জ জামাল উদ্দিন। তিনি জানান, বিজ্ঞ আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। সে অনুযায়ী তাদের কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।

প্রসঙ্গত, গত ৮ এপ্রিল মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় পূর্ববিরোধের জেরে দিঘিরপাড় পুলিশ ফাঁড়ির সামনে দুপক্ষের সংঘর্ষে সোহরাব খান (৬৫) নামে সাবেক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটে। ওই ঘটনায় গুরুতর আহত হন নিহতের ছেলে জনি খান। নিহত সোহরাব দিঘিরপাড় ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি ও স্থানীয় খানবাড়ির বাসিন্দা।

ওই ঘটনায় স্থানীয় থানা মামলা গ্রহণ না করায় গত ১৫ এপ্রিল নিহতের বড় ভাই আব্দুল মান্নান খান বাদী হয়ে আরিফুর রহমান হালদারসহ ১২ জনকে আসামি করে মুন্সীগঞ্জ টঙ্গীবাড়ী আমলি আদালতে হত্যা মামলায় দায়েরের আবেদন করেন।

ওই আবেদনের পরিপ্রেক্ষিতে আদালতের বিচারক মামলাটি সংশ্লিষ্ট থানায় এজাহার হিসেবে গ্রহণ করার নির্দেশ দেন।