Print Date & Time : 21 July 2025 Monday 9:38 pm

দুই দিনে রেকর্ড ৫২৪ রোগীর ডেঙ্গু শনাক্ত

নিজস্ব প্রতিবেদক: চলতি বছর সর্বোচ্চ-সংখ্যক ডেঙ্গু রোগী পাওয়া গেছে গত জুলাইয়ে। এরপর আগস্টের গত দুদিনে ৫২৪ ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ২৮৭ জন। তাদের বেশিরভাগই ঢাকার। তাদের মধ্যে ২৭৯ জনই ঢাকার আর ঢাকার বাইরের রয়েছেন আটজন। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেয়া তথ্য থেকে এসব জানা যায়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, সারাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৯৭৮ রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকায়ই আছেন ৯৪০ জন, আর বাকি ৩৮ জন ঢাকার বাইরে অন্য বিভাগে। এ বছর ১ জানুয়ারি থেকে ২ আগস্ট পর্যন্ত তিন হাজার ১৮২ রোগী ভর্তি হয়েছেন এবং ছাড়া পেয়েছেন দুই হাজার ২০০ জন।

এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে চারজনের মৃত্যুর তথ্য পর্যালোচনার জন্য রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।