Print Date & Time : 16 August 2025 Saturday 1:33 am

দুই প্রতিষ্ঠানকে চসিকের জরিমানা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রাম শহরে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদন করায় দুই প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত।

চসিকের উদ্যোগে গতকাল সোমবার নগরীর কোতোয়ালি থানাধীন রেয়াজউদ্দিন বাজারে তিনপুলের মাথা এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টান্ন উৎপাদন ও বিক্রির অপরাধে নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী পরিচালিত অভিযানে জলযোগ রেস্টুরেন্টের বিরুদ্ধে মামলা রুজু করে ৫০ হাজার টাকা এবং ঘোষ সুইটসের কাছ থেকে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অন্য অভিযানে স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌসের নেতৃত্বে মোমিন রোডে ফুটপাত ও রাস্তার ওপর নির্মাণসামগ্রী রেখে জনসাধারণের চলাচলে বিঘœ সৃষ্টি করার দায়ে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে করপোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা, কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ম্যাজিস্ট্রেট সহায়তা করেন।

জানা গেছে, এ ধরনের অভিযান অব্যাহত রাখা হবে। খাদ্য নিরাপদ রাখতে সর্বস্তরের মানুষকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে চসিক কর্তৃপক্ষ। একই সঙ্গে কভিড-১৯ মহামারিতে সচেতনতা বাড়াতে পরিষ্কার-পরিচ্ছন্নতার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। মহামারির পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে এর বিকল্প নেই। তাই নগরীর সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে অনুরোধ করা হয়েছে। চসিক কর্তৃপক্ষ স্বাস্থ্যবিধি মানাতে প্রায়ই অভিযান পরিচালনা করে। সব শ্রেণির মানুষের সচেতনতা বাড়াতে পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়। এ ছাড়া মশা নিধনে ওষুধ ছিটানোর পাশাপাশি বাসাবাড়ির আঙিনা পরিষ্কারের ওপর গুরুত্ব দেয় চসিক।