দুই ফিলিস্তিনিকে হত্যা করল ইসরাইলি সেনা

শেয়ার বিজ ডেস্ক : ফিলিস্তিনের পশ্চিম তীরে পৃথক দুটি ঘটনায় ইসরাইলের বাহিনী দুই ফিলিস্তিনিকে হত্যা করেছে। গতকাল মঙ্গলবার ভোরে ঘটনা দুটি ঘটেছে বলে ফিলিস্তিনি কর্মকর্তারা জানিয়েছেন। খবর: রয়টার্স।

তবে ইসরাইলের সামরিক বাহিনী মৃত্যুর তথ্য নিশ্চিত করেনি। তারা বলেছে, হেবরন শহরের নিকটবর্তী ছোট শহর বেইত উমরের পাশে রাতে তাদের দুটি সামরিক যান দাঁড়িয়ে থাকার সময় হামলার শিকার হয়েছে। এক বিবৃতিতে তারা জানায়, হামলাকারীরা বোমা নিক্ষেপ ও গুলিবর্ষণ করার পর ইসরাইলের সেনারা পাল্টা গুলি ছোড়ে।

এদিকে ফিলিস্তিনের কর্মকর্তারা জানিয়েছেন, রামাল্লায় পৃথক আরেকটি ঘটনায় ইসরাইলিদের গুলিতে আরেক ব্যক্তি নিহত হয়। এর আগে গত ২৫ অক্টোবর পশ্চিম তীরের নাবলুস শহরে ইসরাইলের বাহিনীর গুলিতে চার ফিলিস্তিনি নাগরিক নিহত হন। এরপর ৩০ অক্টোবর ইসরাইলের বাহিনী মোহাম্মদ আল-জাবারি নামের এক হামাস যোদ্ধাকে হত্যা করে। পরে নিহত আল-জাবারির ভাইসহ অন্তত তিন ফিলিস্তিনিকে হেবরন থেকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনার আগে পশ্চিম তীরে বসতি গড়া এক ইসরাইলি নিহত ও পাঁচজন আহত হন।

পশ্চিম তীরের শহরগুলোর রাস্তায় ইসরাইলি সেনাদের ওপর বেশ কয়েকটি হামলার ঘটনার পর ফিলিস্তিনি শহরগুলোয় ব্যাপক অভিযান চালাচ্ছে ইসরাইলের বাহিনী। তাদের গুলিতে চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত ১৩০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে।

ফিলিস্তিনিদের ওপর প্রায়ই হামলা চালায় ইসরাইলের সামরিক বাহিনী। এমন এক ঘটনার পরিপ্রেক্ষিতে গত সোমবার নিজেদের তিন সেনাকে আটক করে ইসরাইলি কর্তৃপক্ষ। প্রতিশোধ নিতে ফিলিস্তিনিদের ওপর বোমা নিক্ষেপ করায় এদিন তাদের আটক করা হয়। গত সপ্তাহে ইসরাইলের এক কিশোরের মৃতদেহ তুলে নিয়ে যাওয়ার প্রতিশোধ হিসেবে পশ্চিম তীরের শহর বেথলেহেমের কাছে ফিলিস্তিনিদের ওপর ইম্প্রোভাইজড বোমা নিক্ষেপ করার অভিযোগে ওই তিন সেনাকে আটক করা হয়। পরে বিষয়টি নিশ্চিত করে ইসরাইলের সামরিক বাহিনী।