দুই বছর পর কার্গো নিষেধাজ্ঞা প্রত্যাহার করলো যুক্তরাজ্য

শেয়ার বিজ : অবশেষে বাংলাদেশ থেকে সরাসরি আকাশপথে পণ্য পরিবহনে নিষেধাজ্ঞা প্রত্যাহারের করেছে যুক্তরাজ্য। প্রায় দুই বছর পর এ নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলো।

রবিবার (১৮ ফেব্রুয়ারি) সিভিল এভিয়েশন অথরিটি এবং বাংলাদেশে ব্রিটিশ হাইকমিশন যৌথ সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেয়।
তবে এসিসি-৩ সনদ নবায়ন না হওয়া পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যুক্তরাজ্যে কার্গো পরিবহনের সুযোগ পাচ্ছে না।
সংবাদ সম্মেলনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী শাহজাহান কামাল, সিভিল এভিয়েশন অথরিটির চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম নাইম হাসান,বাংলদেশে নিযুক্ত ব্রিটিশ হাই-কমিশনার অ্যালিসন ব্লেক উপস্থিত থেকে বিমানবন্দরের নিরাপত্তা ও বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে সরাসরি আকাশপথে পণ্য পরিবহনে নিষেধাজ্ঞা বিষয়ে তথ্য তুলে ধরেন। বাংলা ট্রিবিউন