দুই বিভাগে ভাগ হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাজকে দুটি বিভাগে ভাগ করা হয়েছে। ‘জননিরাপত্তা বিভাগ’ ও ‘সুরক্ষা সেবা বিভাগ’ নামে আলাদা বিভাগ দুটির কাজও সুনির্দিষ্ট করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার এ সংক্রান্ত আদেশ জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।

মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী আইনি ক্ষমতাবলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে পুনর্গঠন করে তার অধীনে’ দুটি বিভাগ গঠন করা হয়। বিভাগ দুটি হলো ‘জননিরাপত্তা বিভাগ’ ও ‘সুরক্ষা সেবা বিভাগ’। রাষ্ট্রপতির আদেশক্রমে এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়।

একই সঙ্গে প্রকাশিত অপর এক গেজেটে বলা হয়, রাষ্ট্রপতি সংবিধানের ৫৫(৬) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রুলস অব বিজনেস ১৯৯৬’-এর সংশোধন করলেন। ওই গেজেট অনুসারে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচালনা ও তদারকির কাজ রাখা হয়েছে জননিরাপত্তা বিভাগের হাতে। এছাড়া নিরাপত্তা ও গোয়েন্দা, সীমান্তরক্ষী বাহিনী, বিসিএস (পুলিশ), বিসিএস (আনসার)-সহ ৩৮টি সংস্থার কার্যক্রম ওই বিভাগের অধীনে রাখা হয়েছে।

অপরদিকে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতর, কারা অধিদফতর, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর, বহির্গমন ও পাসপোর্ট অধিদফতরসহ ১৭টি সংস্থার কাজ বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছে সুরক্ষা সেবা বিভাগকে। দুই বিভাগে স্বতন্ত্রভাবে দুজন সচিব দায়িত্ব পালন করবেন। গেজেট প্রকাশের পর তা অবিলম্বে কার্যকর হবে বলে উল্লেখ করা হয়।